সংবাদদাতা: লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৫ থেকে ১২ বছর বয়সী প্রায় ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা প্রদান।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এসময় জেলা উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির এবং পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
লক্ষ্মীপুর জেলায় প্রায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজারের বেশি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলেও জানান চিকিৎসকরা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, এ কার্যক্রম আগামী তিন সপ্তাহ চলবে। সকল শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রম নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।