লক্ষ্মীপুরের রায়পুরে আলামিন হোসেন রাকিব (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য কেরোয়া গ্রামের মিন্নত আলী মোল্লা বাড়ির একটি নির্মাণাধীন ভবন থেকে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিল্লাল হোসেন তার ছেলে আলামিন হোসেন রাকিবকে কাজকর্ম না করার জন্য বিভিন্ন বকাবকি করে। বাবার সাথে অভিমান করে সোমবার রাতের কোন এক সময়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর আবুল হোসেন বলেন,পরিবারের লোকজন আলামিনকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। সকালে বাড়ীর পাশের নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পারিবারিক কলহের জেরে আলামিন আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।