ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

রাঙামাটিতে স্কুলের ক্লাশ বন্ধ করে যুবলীগের সম্মেলন

ওমর হাসান
অক্টোবর ১১, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটি প্রতিনিধি:শিক্ষার্থীর উপস্থিত যার যার ক্লাশে। একটি করে ক্লাশও নিয়েছে শিক্ষকরা। ঠিক এগোরটায় হঠাৎ ছুটির ঘণ্টা। ছাত্র ছাত্রীরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল স্কুলে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই ক্লাশ বাদ দিয়ে সম্মেলনের জন্য স্কুলের কক্ষ খালি করতে হবে। এমনই ঘটনা ঘটেছে রাঙামাটি লংগদু উপজেলার উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন বলেছে, সকালে স্কুলে গিয়েছি, একটি ক্লাশও হয়েছে। হঠাৎ ছুটি দিয়ে দিছে স্যাররা। স্কুলে অনেক লোকজন দেখছি। কি নাকি অনুষ্ঠান হবে তাই স্কুল ছুটি।

নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আরিফ হোসেন বলে, স্কুলে যুবলীগের সম্মেলন হবে। তাই ক্লাশ হয় নাই। স্কুল ছুটি হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, স্কুল বন্ধ রেখে যুবলীগের অনুষ্ঠান করা ঠিক হয়নি। প্রয়োজনে বন্ধের দিনে এই সম্মেলন করা যেত। অথবা ইউনিয়ন পরিষদেও করতে পারতো।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হাসান চৌধুরী বলেন, স্থানীয় যুবলীগের সম্মেলনের কারনে স্কুল ছুটি দেওয়া হয়েছে। গতরাতে হঠাৎ করে স্থানীয় আওয়ামীলীগ নেতারা স্কুল ব্যবহারের অনুমতি চান। তবে সরাসরি স্কুল বন্ধ না করে একটা ক্লাশ নেওয়ার পর ছুটি দেয়া হয়েছে। আমাদের অফিস খোলা আছে এবং শিক্ষকরা সবাই উপস্থিত আছেন। প্রধান শিক্ষকের হাতে তিন দিনের ছুটি সংরক্ষিত থাকে। সে হিসেবেও ছুটি দেওয়ার সুযোগ আছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বাশার বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরিষদ ভবনে পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে স্কুলে করতে হয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!