ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

কৃষকলীগ নেতাকে হাতুড়িপেটা করলো ছাত্রলীগ নেতা

ডেস্ক এডিটর
অক্টোবর ৯, ২০২২ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মহিউদ্দিন নামে এক কৃষক লীগ নেতাকে প্রকাশ্যে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানপুত্রের বিরুদ্ধে। শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন চরমার্টিন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। অভিযুক্ত হলেন চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী মিয়ার ছেলে আরাফাত। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করলেও কোনো পদ-পদবি নেই।

স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান ইউছুফের ছেলে আরাফাত সম্প্রতি চরমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল হোসেন ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল হোসেনকে বলেছিলেন, ‘অচিরেই মুন্সিরহাটে আওয়ামী লীগের লোকজন মাইর খাবে’। এ কথার প্রতিবাদে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে কৃষকলীগ নেতা মহি উদ্দিন মন্তব্য করেন।

এর জের ধরেই শুক্রবার (৭ অক্টোবর) রাতে চেয়ারম্যানপুত্র আরাফাত মোবাইল ফোনে কল দিয়ে মহিউদ্দিনকে হুমকি দেন। মহিউদ্দিনকে বাজারের একটি চা দোকান থেকে বের করে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন আরাফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার হাঁটুসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কৃষকলীগ নেতা মহি উদ্দিনের দাবি, ‘আমি নুরনবীর ফেসবুক পোস্টের মন্তব্য করেছিলাম। এতে আরাফাত আমাকে মোবাইল ফোনে মেরে ফেলার হুমকি দেয়। বাজারে এলে চায়ের দোকান থেকে উঠিয়ে নিয়ে আরাফাত আমাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে।’

চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, ‘আরাফাত তার বাবার ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ নেতাদের মারধরের হুমকি দেয়। এর প্রতিবাদে আমি স্ট্যাটাস দিয়েছি। ওই স্ট্যাটাসে মন্তব্য করায় মহিউদ্দিনকে নির্মমভাবে পেটানো হয়েছে।’

এ বিষয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘দিন-দুপুরে প্রকাশ্যে মহিউদ্দিনকে তুলে নিয়ে নির্দয়ভাবে হাতুড়িপেটা করা হয়েছে। ঘটনাটি আমরা পুলিশ ও সিনিয়র আওয়ামী লীগ নেতাদের জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে আরাফাত হোসেনের মোবাইল ফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ‘খবরটি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। ফেসবুকে কমেন্টস করায় তাদের মধ্যে হাতাহাতি হয়েছে।’

এদিক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল বলেন, ‘আরাফাত আমাদের কর্মী হলেও শিবিরের ছেলেদের সঙ্গে চলাফেরা করে। মহিউদ্দিনকে হাতুড়িপেটা করার ঘটনা আমি শুনেছি।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখে এসেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউছুফ আলী মিয়ার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি সালিশি বৈঠকে ধর্ষণের শিকার কিশোরীকে মারধর, নিজের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন, নারী ইউপি সদস্যকে মারধর, সাবেক ইউপি সদস্যকে হত্যার হুমকি, মসজিদ-মাদরাসার জমি দখলের ঘটনায় স্থানীয়ভাবে বেশ আলোচিত। উচ্চ আদালত থেকেও তাকে তলব করা হয়েছিল।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!