প্রেমতরী
কবি মুজতবা আল-মামুন
বসে বসে দিন চলে যায়
বিনিদ্র সে রাত জাগা,
পাইনি তোমার প্রেমের সোয়াদ
উম্মত আমি দুর্ভাগা।
প্রেমতরী যে দুলছে শুধু
জাগাছে জোয়ার ঢেউ তুলে
পৌঁছবো কবে মদিনাতে
নাও না নবী হাত তুলে।
আলিফ হতে লামে যেতে
মীম দরিয়া অনেক দূর
হুর গেলমানের নয় তো আশেক
রাসূল আমার নূরের নূর।
০৮/০৩/২০১২
কাব্যগ্রন্থ : সপ্তর্ষীর তারা জ্বলে
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।