ঢাকারবিবার , ৯ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি

ডেস্ক এডিটর
অক্টোবর ৯, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে প্রবাসীর বাসায় ঢুকে দুবৃর্ত্তরা ৩ ভরি স্বর্ণ ও ৭৫হাজার টাকাসহ মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময়ে লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার জানায়, শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরের স্ত্রী জোৎস্না আক্তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকায় বেড়াতে যায়। জাহাঙ্গীর কুয়েতে আছেন। রোববার সকালে বাড়ি ফিরে তালা খুলে বাসায় ঢুকে এলোমেলো অবস্থায় মালামাল পড়তে দেখেন। তিনি স্টিলের আলমিরা, কাঠের ও প্লাস্টিকের ওয়ারড্রবের তালা ভাঙা অবস্থায় পায়। স্টিলের আলমিরার লক ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, ৭৫ হাজার টাকা, ব্যাংক হিসেবের চেক বইসহ বিভিন্ন আসবাবপত্র লুটে নিয়ে যায়।

জোৎস্না আক্তার বলেন, গেট ও দরজার তালা অক্ষত ছিল। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে আমার স্বর্ণালংকার, টাকা ও মালামাল লুটে নিয়েছে।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘবদ্ধ চক্র ঘটনাটি ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এটি ডাকাতি না চুরি তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। ভূক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!